বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে শারমিন

২৭ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে শারমিন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা শারমিন আক্তার এই ফরম্যাটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের এই টপ-অর্ডার ব্যাটার ২২ ধাপ এগিয়েছেন।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত মেয়েদের র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় যৌথভাবে ৩৫ নম্বরে আছেন শারমিন। ডানহাতি এই ব্যাটারের আগের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ৫৬তম।

নেপালে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে চার ইনিংসে দুই ফিফটিতে ১৫৬ রান নিয়ে সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে আছেন শারমিন। গত শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ রানে জয়ের ম্যাচে তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তিনি।

গত এক সপ্তাহে বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন ওপেনার দিলারা আক্তার। এতে ৩৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০তম স্থানে আছেন তিনি।

এই দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের দুটি ইনিংস খেলে ১১ ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি। ডানহাতি এই ব্যাটার আছেন যৌথভাবে ৫২ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চার ধাপ নেমে এখন ২২ নম্বরে আছেন এই উইকেটকিপার-ব্যাটার।

টি-টুয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। পরের দুটি স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস ও ভারতের স্মৃতি মান্ধানা।

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন রাবেয়া খান। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩ উইকেট ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক উইকেট নেওয়া এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে।

নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। একই ম্যাচে ৪ উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলারও উন্নতি হয়েছে ৬ ধাপ। বাঁহাতি এই স্পিনার আছেন ৫৪ নম্বরে।

টি-টুয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ম্যাথিউস। দুই ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে ২৮ নম্বরে আছেন রাবেয়া।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add