সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

৩১ জানুয়ারি ২০২৬

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা।

শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের নারী এককের ফাইনালে ৬-৪, ৪-৬ ও ৬-৪ গেমে জিতে শিরোপা ঘরে তোলেন কাজাখস্তানের এই তারকা।

রিবাকিনার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। সেবারও শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে তিন সেটের ম্যাচটি জেতেন সাবালেঙ্কা। এরপর ২০২৪ সালের শিরোপাও জেতেন বেলারুশের এই তারকা। কিন্তু গত মৌসুমে এই মুকুট হারান ম্যাডিসন কিসের কাছে।

চলতি আসরে কোনো সেট না হেরে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। অন্যদিকে রিবাকিনাও ফাইনালের মঞ্চে আসেন কোনো সেট না হেরে। শিরোপা লড়াইয়ে প্রথম সেট জেতেন তিনি।

তবে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা। তৃতীয় সেটের শুরুতে এগিয়ে যান ৩-০ গেমে। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ গেম জেতেন রিবাকিনা। এরপর ২৬ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেন শিরোপাও।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add