৪৪ জনের মধ্যে ৪২তম বাংলাদেশের নাজিমুল
১৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে নবম হয়েছেন বাংলাদেশের নাজিমুল হোসেন রনি। সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন তিনি।
সোমবার টোকিওতে পাঁচ নম্বর হিটে ৫২ দশমিক ৪৭ সেকেন্ড সময় নেন নাজিমুল। এটি তার সেরা সময়ের চেয়ে বেশি।
গত মাসে সামার অ্যাথলেটিকসের ৪০০ মিটার হার্ডলসে ৫২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন নাজিমুল। তার আগে গত ফেব্রুয়ারিতে হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের একই ইভেন্টে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ৫০ দশমিক ৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন ২৬ বছর বয়সী এই অ্যাথলেট।
হিট থেকে ২৪ প্রতিযোগী সেমি-ফাইনালে উঠেছেন যাদের শেষ জন সময় নিয়েছেন ৪৮ দশমিক ৮৬ সেকেন্ড।
মন্তব্য করুন: