সিনারের রাজত্বের অবসান ঘটিয়ে ইউএস ওপেনের শিরোপা আলকারাসের

৮ সেপ্টেম্বর ২০২৫

সিনারের রাজত্বের অবসান ঘটিয়ে ইউএস ওপেনের শিরোপা আলকারাসের

দাপুটে পারফরম্যান্সে ইয়াানিক সিনারের রাজত্বের অবসান ঘটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাস। এছাড়াও পুরুষদের ্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আবার নিজের দখলে নিয়েছেন স্প্যানিশ এই তারকা।

রোববার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শীর্ষ বাছাই সিনারকে -, -, -, - গেমে হারান আলকারাস। ২২ বছর বয়সী এই তারকার এটি ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২০২২ সালে এই টুর্নামেন্ট জিতেই শীর্ষে উঠেছিলেন তিনি।

১৯৬৮ সালে শুরু হওয়া পেশাদার যুগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়লেন আলকারাস। এই তালিকায় তার ওপরে আছেন সুইডিশ কিংবদন্তি বিওর্ন বর্গ।

একই সঙ্গে সেই হার্ড কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ইতালিয়ান তারকা সিনারের টানা ২৭ ম্যাচ জয়ের ধারাও ভাঙল।

ম্যাচ শেষে সিনারের প্রতি সম্মান জানিয়ে আলকারাস বলেন, "আমি ইয়ানিককে দিয়ে শুরু করতে চাই, তুমি যা করছো পুরো মৌসুম জুড়ে, তা অবিশ্বাস্য। প্রতিটি টুর্নামেন্টে তোমার খেলার মান দুর্দান্তআমি তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখছি। কোর্টে, লকার রুমে, সবকিছু ভাগ করে নিতে দারুণ লাগছে।"

এদিন স্টেডিয়ামে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে বাড়তি নিরাপত্তার কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর।

এই যুগের দ্বৈরথ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এই দুই তারকার লড়াইয়ের ১০টিতে জিতেলেন আলকারাস। অন্যদিকে সিনারের জয় পাঁচটিতে। এবারের মৌসুমে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হন তারা।

দ্বিতীয় সেটে সিনার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও পরের দুই সেটে আর সুবিধা করতে পারেননি তিনি। মৌসুমে আলকারাসের কাছে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে হারের পর গত জুলাইয়ে তাকে হারিয়েই উইম্বলডন জিতেছিলেন ২৪ বছর বয়সী সিনার।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে মৌসুম শুরু করা সিনার বলেন, “ মৌসুমে আমরা অনেক বড় মঞ্চে, বড় ম্যাচ খেলেছি। আমি আজ আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এর বেশি আর কিছু করার ছিল না।

মন্তব্য করুন: