ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে স্যাম্পসন

২৭ জানুয়ারি ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে স্যাম্পসন

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত কুয়েন্টিন স্যাম্পসন। চোটের কারণে জায়গা হয়নি আলজারি জোসেফের এবং বাদ পড়েছেন এভিন লুইস।

সোমবার শাই হোপকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপ স্কোয়াডের ১১ জন আছেন বিশ্বকাপের দলে। এই দল নিয়েই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।

দলে আছেন দুই অভিজ্ঞ জেসন হোল্ডার জনসন চার্লস। এদের মধ্যে হোল্ডার ৮৬টি টি-টুয়েন্টি খেলেছেন। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন চার্লস।

২০১৬ সালে নিজেদের জেতা দ্বিতীয় বিশ্বকাপ দলে ছিলেন এই দুই ক্রিকেটার। সেই দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টুয়েন্টিতে ব্যস্ত থাকায় আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক হোপ, রোস্টন চেইস, শেরফেন রাদারফোর্ড আকিল হোসেন। এছাড়া রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা সবাই ফিরেছেন দলে।

২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফর্ম করে গত ১৯ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টি-টুয়েন্টিতে সুযোগ পান স্যাম্পসন। তবে তিন ইনিংসে মাত্র ১৫ রান করতে পারেন এই মিডল-অর্ডার ব্যাটার।

সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছিল ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের। টুর্নামেন্টে ১৫১ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে ২৪১ রান করেছিলেন স্যাম্পসন।

আফগানিস্তানের কাছে - ব্যবধানে হারা সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লুইস। প্রথই দুই ম্যাচে ১৩ রান করা বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটার শেষ ম্যাচে খেলার সুযোগ পাননি। লুইসের সঙ্গে এই সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ার, ্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।

আগামী ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন কলকাতায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।সি গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল ইতালি।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল:

শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add