প্লে-অফে সেই বেনফিকাকেই পেল রিয়াল
৩০ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে-অফে বেনফিকাকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে এই পর্তুগিজ ক্লাবটির কাছে হেরে শীর্ষ আটের বাইরে নেমে যাওয়ায় শেষ ষোলোয় উঠার জন্য টানা দ্বিতীয় আসরে প্লে-অফে খেলতে হচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটিকে।
শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বদেশি মোনাকোকে।
গত বুধবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে বেনফিকার মাঠে খেলতে নেমেছিল রিয়াল। কিন্তু জোসে মরিনিয়োর দলের কাছে কাছে ৪-২ গোলে হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে প্রাথমিক পর্ব শেষ করে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে গোলরক্ষকের অন্তিম মুহূর্তের গোলে মার্সেইয়ের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে গিয়ে ২৪তম ও শেষ দল হিসেবে প্লে-অফে উঠে বেনফিকা।
ফলে প্লে-অফে আবারও পর্তুগিজ ক্লাবটিতে পাওয়ার সম্ভাবনা তখনই জেগেছিল রিয়ালের। সম্ভাব্য অন্য প্রতিপক্ষ ছিল লিগ পর্বের ২৩ নম্বর দল বোদো/গ্লিমট। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখানো নরওয়ের ক্লাবটি এখন প্লে-অফে খেলবে গত আসরের রানার্স-আপ ইন্টার মিলানের বিপক্ষে।
লিগ পর্ব শেষে সরাসরি শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেয় পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে। এর মধ্যে থেকে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লে-অফের প্রথম লেগের লড়াই। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। এই লেগে ২০১৩ সালে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়ার পর এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো সান্তিয়াগো বের্নাবেউয়ের ডাগআউটে দাঁড়াবেন বেনফিকা কোচ মরিনিয়ো।
রিয়াল ও বেনফিকার মধ্যে জয়ী দল শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্তিং লিসবনকে।
নকআউট পর্বের প্লে-অফের লাইনআপ:
মোনাকো – পিএসজি
গালাতাসারাই – ইউভেন্তুস
বেনফিকা – রিয়াল মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড – আতালান্তা
কারাবাগ – নিউক্যাসল ইউনাইটেড
ক্লাব ব্রুজ – আতলেতিকো মাদ্রিদ
বোদো/গ্লিমট – ইন্টার মিলান
অলিম্পিয়াকোস – বায়ার লেভারকুজেন















মন্তব্য করুন: