জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে ইংল্যান্ডে খেলবেন উইলিয়ামসন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে ইংল্যান্ডে খেলবেন উইলিয়ামসন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা নিউ জিল্যান্ড দলে নেই কেইন উইলিয়ামসন। সিরিজ চলাকালীন এই তারকা ব্যাটার খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।

সোমবার সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ম্যাট ফিশার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার ১৪ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন।

এনজেডসির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই জাতীয় দলের হয়ে বেছে বেছে ম্যাচ খেলেন উইলিয়ামসন। তবে ফিট থাকলে সাধারণত সব টেস্টেই খেলতেন। কিন্তু এবার সেটি আর হচ্ছে না। এর আগে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

বর্তমানে মিডলসেক্সের হয়ে ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে খেলছেন উইলিয়ামসন। এরপর একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নামবেন তিনি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ৩০ জুলাই শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলবেন না সাবেক এই কিউই অধিনায়ক।

উইলিয়ামসন ছাড়াও জাতীয় দল বাদ দিয়ে দ্য হান্ড্রেডকে বেছে নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ওই সময় এই স্পিনিং অলরাউন্ডার খেলবেন সাউদার্ন ব্রেভের হয়ে।

লাখ পাউন্ডে ব্রেসওয়েলকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জেডএনসির সঙ্গে আলোচনা করে তাদের কেন্দ্রীয় চুক্তির সঙ্গে সমন্বয় করেই দা হান্ড্রেডে খেলার চু্ক্তিটি করেছিলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় উইলিয়ামসন ব্রেসওয়েলের এই সফরে না থাকার পেছনে এটির বড় প্রভাব আছে বলে মনে করেন দলটির নতুন কোচ রব ওয়াল্টার।

সিরিজের দুটি টেস্টই অনুষ্ঠিত হবে বুলাওয়েয়োতে। প্রথমটি শুরু ৩০ জুলাই, পরেরটি আগাস্ট। এর আগে ১৬ জুলাই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। সিরিজের অপর দল দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।

জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের টেস্ট দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল রোর্ক, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ উইল ইয়ং।

মন্তব্য করুন: