‎শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ

১৩ জুলাই ২০২৫

‎শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর সাগরিকার লাল কার্ডে ঝিমিয়ে পড়ে স্বাগতিকরা। সেই সুযোগে সমতায় ফেরে নেপাল। যখন মনে হচ্ছিল খেলা নিশ্চিত ড্রয়ের পথে, তখনই গোল করে বাংলাদেশকে দারুণ জয় এনে দিয়েছেন তৃষ্ণা রানী।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারানো পিটার বাটলারের দল এদিনও শুরুটা করে আক্রমণাত্মক। তবে গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ১৩তম মিনিট পর্যন্ত। মুনকি আক্তারের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ এক খেলোয়াড়। কিন্তু ফিরতি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান শিখা জাহান।

পিছিয়ে পড়ার পর একাধিক সুযোগ নষ্ট হয় নেপালের। তবে ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শিখার দুটি শট গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে গোল করেন সাগরিকা।

৫৫ মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়ান বাংলাদেশের সাগরিকা নেপালের সিমরান রায়। শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন দুজনই। ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় দু’দলকে। সাগরিকা মাঠ ছাড়ার পর বাংলাদেশের আক্রমণভাগ খানিকটা ঝিমিয়ে পড়ে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউ।

উল্টো ৭৬তম ও ৮৭তম মিনিটে দুটি গোল হজম করে বসে স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে উমেলা মারমার ক্রস থেকে দলের জয়সূচক গোলটি এনে দেন তৃষ্ণা।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাটলারের শিষ্যরা।

পাঁচটি দেশের এই টুর্নামেন্টে ভারতের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গতবারে যৌথ চ্যাম্পিয়নরা নাম প্রত্যাহার করে নেয়। ফলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে এবারের আসর।

নতুন ফরম্যাটের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথম দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

মন্তব্য করুন: