রিয়ালকে উড়িয়ে চেলসির মুখোমুখি পিএসজি
১০ জুলাই ২০২৫

স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের প্রথমার্ধের দারুণ দুই গোলে রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।
অসুস্থতা কাটিয়ে কিলিয়ান এমবাপ্পে শুরুর একাদশে ফিরলেও আক্রমণে কোনো গতি পায়নি রিয়াল। বরং শুরু থেকেই যেন গোলের নেশায় মেতে ওঠে পিএসজি।
মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালের চতুর্থ মিনিটেই উসমান দেম্বেলের বাঁকানো শট এক হাতে দুর্দান্তভাবে ঠেকান থিবো কোর্তোয়া। এরপর রুইসের কাছাকাছি থেকে নেওয়া আরেকটি শটও দারুণ রিফ্লেক্স দেখিয়ে প্রতিহত করেন বেলজিয়ান এই গোলরক্ষক। তবে প্রথমার্ধেই তিন গোল হজম করা ঠেকাতে পারেননি কোর্তোয়া। এর মধ্যে রক্ষণভাগের ভুলে আসে প্রথম দুটি গোল।
ষষ্ঠ মিনিটে রাউল আসেনসিও বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় তা পেয়ে যান দেম্বেলে। তার প্রথম শট ঠেকান কোর্তোয়া, তবে ফিরতি বল ফাঁকা জালে বল পাঠান রুইস।
তিন মিনিট পর আন্তোনিও রুডিগারের মিসকিক থেকে বল পেয়ে নিখুঁত শটে দ্বিতীয় গোল করেন দেম্বেলে।
২৪তম মিনিটে আশরাফ হাকিমির ডানদিক দিয়ে দারুণ দৌড়ের পর পাস থেকে আসেনসিওকে ফাঁকি দিয়ে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রুইস।
ম্যাচের তিন মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় গনসালো রামোস শেষ পেরেকটি ঠুকে দেন।
নিষিদ্ধ ডিন হুইসেন ও ইনজুরিতে থাকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ছাড়া একাদশ সাজিয়ে কোচ জাবি আলোনসো পাঁচজন ডিফেন্ডারের বদলে চার ডিফেন্ডার নিয়ে খেলান। কিন্তু পিএসজির আক্রমণভাগের বিপক্ষে তা খুবই দুর্বল প্রমাণিত হয়। অন্যদিকে প্রতিপক্ষ গোলরক্ষক জানলুইজি দোনারুম্মার জন্য তেমন কোনো বিপদ তৈরি করতে পারেনি রিয়াল।
মন্তব্য করুন: