বশিরের বদলে ডওসনকে দলে নিল ইংল্যান্ড
১৫ জুলাই ২০২৫

আঙুল ভেঙে সিরিজ থেকে ছিটকে যাওয়া শোয়েব বশিরের পরিবর্তে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে লিয়াম ডওসনকে দলে নিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার ১৪ সদস্যের দলে বাঁহাতি স্পিনারকে নেওয়ার কথা জানায় দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)।
লর্ডস টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় রবীন্দ্র জাদেজার ফিরতি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান বশির। এরপর ম্যাচের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকেন ২১ বছর বয়সী এই অফস্পিনার।
তবে সোমবার ম্যাচের পঞ্চম দিন আঙুলে ব্যান্ডেজ বেঁখে মাঠে নামেন বশির। নাটকীয়ভাবে মোহাম্মদ সিরাজের শেষ উইকেটটি তুলে নিয়ে স্বাগতিকদের ২২ রানের জয় এনে দেন তিনি। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ম্যাচ শেষে সিরিজ থেকে বশিরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দলের তরফ থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার করানো হবে।
বশিরের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ডওসন সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে। এখন পর্যন্ত তিন ম্যাচে তার শিকার ৭ উইকেট। তবে সম্প্রতি ইংল্যান্ডের সাদা বলের দলে নিয়মিত খেলছেন তিনি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি।
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার চলতি মাসে হ্যাম্পশায়ারের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে পাঁচ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।
আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারের শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
চতুর্থ টেস্টে ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডওসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেইমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।
মন্তব্য করুন: