ব্রাজিল তারকা পেদ্রোর জোড়া গোলে ফাইনালে চেলসি

ব্রাজিল তারকা পেদ্রোর জোড়া গোলে ফাইনালে চেলসি

চেলসির হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন জোয়াও পেদ্রো। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তার ছোটোবেলার ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে ইংলিশ জায়ান্টদের ব্যবধানে জিতিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলেছেন।

গত সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে কোটি ১৫ লাখ ডলারে চেলসিতে যোগ দেওয়া পেদ্রো ম্যাচের ১৮তম মিনিটে একটি অসাধারণ বাঁকানো শটে প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ফাইনালে আগামী রোববার চেলসি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ পিএসজির মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ী দলের সঙ্গে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রচণ্ড গরমে ম্যাচটি শুরু হয়। চরম আবহাওয়া নিয়ে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার সতর্কবার্তাও দিয়েছিল। তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৫৪ শতাংশের ওপরে।

পাঁচ জন ডিফেন্ডার নিয়ে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে খেলার কৌশল নেওয়া ফ্লুমিনেন্সের বিপক্ষে শুরু থেকেই বল দখলে রেখে খেলা নিয়ন্ত্রণে নেয় চেলসি। কিন্তু গোলের সুযোগ বের করতে হিমশিম খাচ্ছিল ইংলিশ ক্লাবটি।

শেষ পর্যন্ত ১৮তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নেওয়া পেদ্রোর শট জালে জড়ায় উপরের কোনা দিয়ে। গোল করার পর কোনো উদ্‌যাপন করেননি পেদ্রো। ফ্লুমিনেন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শান্তভাবেই ফিরেছেন মাঝমাঠে। এই ক্লাবেই তার শুরু, এখান থেকেই ১৭ বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করেছিলেন তিনি। পরে ওয়াটফোর্ড হয়ে ব্রাইটনে, সেখান থেকে চেলসিতে যোগ দেন।

চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টার মিলান আল-হিলালকে হারিয়ে চমক দেখানো ফ্লুমিনেন্সে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। হেরকিউলেস জার্মান কানোর সঙ্গে ওয়ান-টু খেলে চেলসির ডিফেন্স ভেঙে ঢুকে পড়েন, তবে মার্ক কুকুরেলার গোললাইনে দাঁড়িয়ে ক্লিয়ারেন্সে রক্ষা পায় চেলসি।

খানিক বাদে আবার বেঁচে যায় চেলসি। ডি-বক্সে ডিফেন্ডার ট্রেভর চালাবাহর হাতে বল লাগলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্সে কিছুটা চাপ সৃষ্টি করলেও ৫৬ মিনিটে পেদ্রো আবার আঘাত হানেন। এনসো ফের্নান্দেসের পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন তিনি। বল জালে যায় ক্রসবারের নিচে লেগে, ঠেকানোর কোনো উপায়ই ছিল না।

মন্তব্য করুন: