ধীর ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১০ জুলাই ২০২৫

ধীর ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই সেই শুরু ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ধীর ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করা ইমন আর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী ছাড়া আর কোনো ব্যাটারই টি-টুয়েন্টির মেজাজে ব্যাট করেতে পারেননি।

প্রথম ৬ ওভারে ৫৪ রান তোলা বাংলাদেশ পরের ১৪ ওভারে তুলতে পারে কেবল ১০০ রান। এর মধ্যে ২৪ রানই আসে শেষ দুই ওভারে। শামীমের দুই ছক্কায় দেড়শ রান পার করে সফরকারীরা।

ইমন-তানজিদের ৩০ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি থামার পরই কমে যায় দলের রানের গতিও। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। দারুণ খেলতে থাকা ইমনকে ফেরান মহীশ তিকশানা। বাঁহাতি এই ওপেনার ২২ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ১ ছক্কায়।

প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টি খেলতে নামা নাঈম শেখ রানের গতি বাড়াতে পারেননি। অপর প্রান্তে ধুঁকতে থাকা তাওহিদ হৃদয় সাজঘরের পথ দেখেন ১৩ বলে ১০ রান করে।

পঞ্চম উইকেটে নাঈম-মিরাজের জুটিতে দলের খাতায় রান যোগ হতে থাকলেও গতি ছিল কম। ১৯তম ওভারে অধিনায়ক মিরাজ (২৯) ফিরলে ভাঙে ৪৬ রানের জুটি। এরপর ৫ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন শামীম। নাঈম অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রান করে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: