বিশেষ সপ্তাহটা মনে রাখবেন স্টার্ক
১৫ জুলাই ২০২৫

ক্যারিয়ারের শততম টেস্ট খেলার আগে তাকে ঘিরে বাড়তি আলোচনায় একটু অস্বস্তিতে ছিলেন মিচেল স্টার্ক। এরপর জ্যামাইকায় বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার পথে দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়ার পাশাপাশি স্পর্শ করেছেন ৪০০ উইকেট নেওয়ার মাইলফলকও। ম্যাচ শেষে জানিয়েছেন, বিশেষ সপ্তাহটা অনেকদিন মনে রাখবেন তিনি।
ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্টার্ক। বিষয়টি নিয়ে নিজের ভালো না লাগার কথাও জানিয়েছিলেন তিনি। সোমবার এই পেসারের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে দিয়ে ১৭৬ রানের জয় তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে স্টার্ক বলেন, “পুরো সপ্তাহটাই একটু অস্বস্তিকর ছিল। আমি কেবল একটা জয় চাচ্ছিলাম, দলের সঙ্গে গান গাইতে চাচ্ছিলাম। খেলার জন্য আর ব্যাগি গ্রিন পরার জন্য অবশ্যই সপ্তাহটা স্পেশাল ছিল, আর এই সপ্তাহটা অনেকদিন মনে থাকবে।”
ম্যাচে ১৫ বলে ৫ উইকেট শিকার করে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন স্টার্ক, যার শুরুটা করেন ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে। এরপর চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে স্পর্শ করেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক। ইনিংসে ৯ রানে ৬ উইকেট নেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ফিগারটি ছিল ৪৮ রানে ৬ উইকেট, ভারতের বিপক্ষে গত বছর অ্যাডিলেইডে।
দিবা-রাত্রির টেস্টে বল হাতে বরাবরই দুর্দান্ত স্টার্ক। ১৪ ম্যাচে ১৭ গড়ে তার শিকার ৮১ উইকেট। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যদিও পুরো ম্যাচে রাতের বেলায় অস্ট্রেলিয়া মাত্র ৯ ওভারই বল করেছে।
অন্যদিকে এই ইনিংসে স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক এবং স্টার্কের বিধ্বংসী স্পেলের কারণে প্যাট কামিন্সের নিজের বল করারই দরকার পড়েনি। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক হেসে বলেন, “এটাই ছিল আমার প্রিয় মুহূর্ত!”
শততম টেস্টে স্টার্কের পারফরম্যান্স নিয়ে কামিন্স বলেন, “অনেকেই বলে শততম টেস্ট খেলতে হলে কতটা পেশাদার ও দৃঢ়চেতা হতে হয়। কিন্তু আমি সবসময়ই স্টার্ককে এমনই দেখেছি। সে এমন একজন যে একাই কয়েক ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেকোনো ফরম্যাটে, যেকোনো সময়ে।”
মন্তব্য করুন: