আঙুল ভাঙায় সিরিজ থেকে ছিটকে গেলেন বশির

১৫ জুলাই ২০২৫

আঙুল ভাঙায় সিরিজ থেকে ছিটকে গেলেন বশির

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন শোয়েব বশির। বাঁহাতের আঙুল ভেঙে যাওয়ায় এই অফস্পিনারের অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টের তৃতীয় দিন নিজের বোলিংয়ের সময় রবীন্দ্র জাদেজার ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পান বশির। এরপর বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে সোমবার ম্যাচের পঞ্চম দিন আঙুলে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন বশির। নাটকীয়ভাবে মোহাম্মদ সিরাজের শেষ উইকেটটি তুলে নিয়ে স্বাগতিকদের ২২ রানের জয় এনে দেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, “বশিরের জন্য এটা ভালো খবর নয়। আমাদের দলের জন্যও এটা হতাশার।

ম্যাচের চতুর্থ দিনে দলের শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে ৯ বল খেলে ২ রান করেন বশির। চোট নিয়েও দলের জন্য তার নিবেদনের প্রশংসা করে স্টোকস বলেন, “সে ২১ বছর বয়সের। বেশ বাজেভাবে তার আঙুলটি ভেঙেছে। কিন্তু তারপরও সে নিজেই প্যাড পরে এবং আঙুলে ব্যান্ডেজ পরে ব্যাটিংয়ে নেমে যায়।

যখনই আমি বেঞ্চের দিকে তাকিয়েছি, দেখেছি ওর চোখে-মুখে একটাই কথা বলছে, আমাকে মাঠে নামাও। ম্যাচটা শেষ করা যেন তার ভাগ্যেই লেখা ছিল।

সিরিজের প্রথম তিন ম্যাচের দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলা বশির ছয় ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন: