লর্ডসে নাটকীয় জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

১৪ জুলাই ২০২৫

লর্ডসে নাটকীয় জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ইংলিশ পেসারদের তোপে পঞ্চম দিন ব্যাট হাতে শুরুতেই কাবু ভারত। মধ্যাহ্ন বিরতির আগে ৮ উইকেট হারিয়ে ফেলার পর তাদের পরাজয়ই দেখে ফেলেছিলেন সবাই। কিন্তু দুই টেইলএন্ডার যশপ্রীত বুমরাহ আর মোহাম্মদ সিরাজকে নিয়ে লড়াই চালিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তবে ২২ রানের জয়ে লর্ডসে শেষ হাসি হাসল ইংল্যান্ড। 

পেসারদের দাপটের ইনিংসে জাদেজার সঙ্গে প্রতিরোধ গড়া সিরাজের উইকেটটি কেবল নেন স্পিনার শোয়েব বশির। ১৮১ বল খেলে জাদেজা অপরাজিত থাকেন ৬১ রানে।

সোমবার লর্ডসে শেষ দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৫ রান। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। ৪ উইকেটে ৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত চা বিরতির পর অলআউট হয় ১৭০ রানে।

রোমাঞ্চকর দিনের সব নাটকীয়তা জমে ছিল শেষ সেশনের জন্য। তখনও ভারতের প্রয়োজন ছিল ৩০ রান। ক্রিজে ছিল জাদেজা-সিরাজের শেষ জুটি। বশিরের করা সেশনের পঞ্চম ওভারের পঞ্চম ডেলিভারিটি ভালোভাবেই ঠেকান সিরাজ। কিন্তু বলটি পিচে কয়েকটি ড্রপ খেয়ে লেগ স্টাম্পে লাগলে বেল পড়ে যায়। ভাঙে ৮০ বলে ২৩ রানের জুটি। শোয়েবের পেছন পেছন উদযাপনের জন্য দৌড় দেয় ইংল্যান্ডের ক্রিকেটাররা।

দিনের শুরুতে ম্যাচ জিততে ভারতের সবচেয়ে বড় ভরসা ছিল লোকেশ রাহুল ও রিশাভ পান্তের জুটি। কিন্তু দিনের ১৯তম বলে দারুণ এক ডেলিভারিতে পান্তের (৯) অফ স্টাম্প উপড়ে সেই জুটি ভাঙেন জোফরা আর্চার। এরপর ৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা রাহুলকে (৩৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে সফরকারীদের ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন স্টোকস।

পরের ওভারে দারুণ এক ফিরতি ক্যাচে ওয়াশিংটন সুন্দরকে তুলে নেন আর্চার। নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে অষ্টম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির আগে নিতিশকে (১৩) কট বিহাইন্ড করিয়ে ৩০ রানের জুটি ভাঙেন ক্রিস ওকস।

বিরতির পর যশপ্রীত বুমরাহকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাদেজা। পেস তোপ সামলে এই দুই ব্যাটার খেলেন ২০ ওভারের বেশি বল। শেষ পর্যন্ত শর্ট বলেই সাফল্য মেলে স্বাগতিকদের। স্টোকসের বাউন্সার পুল করতে গিয়ে মিড-অনে ক্যাচ দেন ৫৪ বলে ৫ রান করা বুমরাহ। শেষ হয় নবম উইকেটে ১৩২ বলে ৩৫ রানের জুটিটি। তখনও জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৬ রান।

৩টি করে উইকেট নেন স্টোকস ও আর্চার। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক স্টোকস।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড জো রুটের সেঞ্চুরিতে ৩৮৭ রানের সংগ্রহ পায়। জবাবে রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ভারতেরও প্রথম ইনিংস থামে ৩৮৭ রানে। সুন্দরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: