সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল দুবাই, গায়ানাকে হারাল রংপুর
১১ জুলাই ২০২৫

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট-বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারের দুর্দান্ত নৈপুণ্যে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে খালেদ আহমেদের ৪ উইকেট শিকারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে রংপুর রাইডার্স।
গায়ানায় বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ২২ রানে হারায় দুবাই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের ফিফটিতে ৭ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় আইএল টি-টুয়েন্টির চ্যাম্পিয়নরা। জবাবে ১৪৩ রানে থামে সেন্ট্রালের ইনিংস। সাকিব নেন ৪ উইকেট।
ছয় মাস ক্রিকেটের বাইরে থাকার পর গত মে মাসে পাকিস্তান সুপার লিগে সবশেষ মাঠে নামা সাকিব ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। তবে দুবাইয়ের হয়ে মাঠে নেমেই যেন নিজের সেরা সময়ের রূপ দেখান তিনি। ৩৪ বলে পূর্ণ করেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের ৩৩তম ফিফটি। শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটার ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে।
সেন্ট্রাল ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন সাকিব। প্রথম বলে উইল ইয়ংকে বোল্ড করে ভাঙেন ৩০ রানের উদ্বোধনী জুটি। এক বল পর এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডিন ফক্সক্রফটকে।
একাদশ ওভারে আবার বোলিংয়ে এসে নিজের তৃতীয় শিকার ধরেন সাকিব। নিজের শেষ ওভারে নেন চতুর্থ উইকেটটি। ৪ ওভারে তিনি কেবল ১৩ রান দেন। অলরাউন্ড নৈপুণ্যে পান ম্যাচসেরার পুরস্কার।
একই ভেন্যুতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানাকে ৮ রান হারায় রংপুর।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৩৫ রানের পর কাইল মায়ার্সের ৪৪ ও ইফতিখার আহমেদের ৩৪ রানের দুটি অপরাজিত ইনিংসে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ৫ বল আগে গায়ানা অলআউট হয় ১৫৪ রানে।
৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া খালেদ নিজের প্রথম শিকার ধরেন ইনিংসের ১৫তম ওভারে, শার্ফেইন রাদারফোর্ডকে (১৯) ফিরিয়ে। ১৭তম ওভারে শিমরন হেটমায়ারকে (১৩) তুলে নেন তিনি। এরপর ১৯তম ওভারে ১১ রান দিলেও আরও দুই উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করে দেন ডানহাতি এই পেসার।
মন্তব্য করুন: