গ্লোবাল সুপার লিগে দুবাই দলে সাকিব

গ্লোবাল সুপার লিগে দুবাই দলে সাকিব

পাঁচটি দেশের দল নিয়ে আয়োজিত হতে যাওয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটারকে দলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে।

গায়ানায় অনুষ্ঠিত জিএসএলে দুবাই ছাড়াও অংশ নেবে বাংলাদেশের রংপুর রাইডার্স, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেইন্স ও নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টস।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় আসরের উদ্বোধনী দিন মাঠে নামবে দুবাই। প্রতিপক্ষ সেন্ট্রাল ডিসট্রিক্টস।

গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে শেষ হওয়া কানপুর টেস্টের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বল করার ওপর নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ছয় মাস পর গত মে মাসে পাকিস্তানে সুপার লিগে খেলেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সেখানেও লাহোর কালান্দার্সে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি।

গত ডিসেম্বরে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। শিরোপা ধরে রাখার অভিযানে নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারও শক্তিশালী দল গড়েছে তারা। বিদেশী ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাজা নাফে।

আগামী ১৬ জুলাই সাকিবের দুবাইয়ের বিপক্ষে মাঠে নামবে রংপুর। লিগ পর্বে পাঁচ দলের প্রতিটি পরস্পরের বিপক্ষে একবার করে খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।

মন্তব্য করুন:

Add