২য় টেস্টেও উইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
৭ জুলাই ২০২৫

সিরিজে সমতায় ফিরতে সেন্ট জর্জেসে রেকর্ড রান তাড়ার গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে দুই সেশনও টিকতে পারল না তারা। ১৩৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে প্যাট কামিন্সের দল।
রোববার গ্রেনাডায় ম্যাচের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় চা বিরতির আগেই ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে এই ভেন্যুতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ২১৫ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটের জয় পেয়েছিল তারা। ম্যাচ জিততে ২১৭ রান করেছিল টাইগাররা। সেন্ট জর্জেসে এখন পর্যন্ত এটিই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৭ উইকেটে ২২১ রানে নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৩ রানে। শামার জোসেফ ও আলজারি জোসেফের পেস তোপে ২২ রান যোগ করতে দিনের সপ্তম ওভারে শেষ হয় অজিদের ইনিংস। প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া শামারের শিকার ৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৩৩ রান তুলতে ৪ উইকেট হারায়। একটি করে উইকেট নেন চার পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, কামিন্স ও বোউ ওয়েবস্টার। দশম ক্যারিবিয়ান হিসেবে শততম টেস্ট খেলতে নামা ক্রেইগ ব্র্যাথওয়েইট ব্যর্থ হন এবারও। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর ডানহাতি এই ওপেনার এবার ফেরেন ৭ রান করে।
বিরতির পর অধিনায়ক রোস্টন চেইজ ও শাই হোপ বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হোপকে (১৭) তুলে নিয়ে ৩৮ রানের এই জুটি ভেঙে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধসের শুরু করেন হ্যাজেলউড। এরপর ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করা চেইজকে তুলে নিয়ে স্বাগতিকদের জয়ের আশাও শেষ করে দেন স্টার্ক। দ্রুত শেষ তিন উইকেট তুলে নিয়ে ৩৪ ওভার ৩ বলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন ন্যাথান লায়ন। এই অফ স্পিনার ও স্টার্কের শিকার ৩টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিয়ে নামা অস্ট্রেলিয়া ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে প্রথম ইনিংসে ২৮৬ রানের সংগ্রহ পায়। জবাবে ২৫৩ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।
প্রথম ইনিংসে ৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচসেরা হয়েছেন ক্যারি।
আগামী শনিবার জ্যামাইকায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি হবে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ।
মন্তব্য করুন: