ভিনিসুসকে শুরুর একাদশের বাইরে রাখার কারণ জানালেন রিয়াল কোচ
২৫ আগস্ট ২০২৫

রিয়াল মাদ্রিদের মৌসুমের দ্বিতীয় ম্যাচেই শুরুর একাদশের বাইরে ছিলেন ভিনিসুস জুনিয়র। বদলি হিসেবে মাঠে নামার পর দুর্দান্তভাবে জ্বলে যেন উঠলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। একটি গোলে অবদান রেখে আর আরেকটি করে দলের টানা দ্বিতীয় জয়ে ভূমিকা রাখলেন তিনি। শুরুর একাদশে এই ফরোয়ার্ডকে না রাখার প্রসঙ্গে কোচ শাবি আলোনসো ইঙ্গিত দিয়েছেন, পুরো মৌসুম জুড়েই এমনটা চলবে।
রোববার লা লিগায় রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারায় রিয়াল। দলের প্রথম দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রিয়াল কোচ আলোনসো। ফেরেন আগের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে থাকা রদ্রিগো। সেখানে তার সঙ্গী হন দুই অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল ও আন্টোনিও রুডিগার। এছাড়াও অভিষেকে ঝলক দেখানো আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও ছিলেন শুরুর একাদশে।
তাদেরকে জায়গা করে দিতে বেঞ্চে বসেন ভিনিসুস, ব্রাহিম দিয়াস, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাও।
৬৩তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসুস। ৮৩তম মিনিটে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সহায়তায় ব্যবধান নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। যোগ করা তিন মিনিট সময়ের শেষ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ভিনিসুস।
ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, “ভিনি নেমে ভালো খেলেছে, দুই গোলেই সে গুরুত্বপূর্ণ ছিল। যারা শুরু থেকে খেলেছে কিংবা যারা বদলি হয়ে এসেছে, তাদের নিয়ে আমরা সন্তুষ্ট। সবাই অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে। সবারই অবদান প্রয়োজন হবে।”
“কখনও কখনও শুরু থেকেই খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। আবার কখনও কখনও কয়েক মিনিট খেলেও গুরুত্বপূর্ণ হওয়া যায়। আর ভিনিসুস আজকে সেটাই করেছে। পুরো মৌসুম এভাবেই চলবে।”
মন্তব্য করুন: