ব্রাজিল দলে ফেরা হলো না নেইমারের, নেই রদ্রিগো-ভিনিসুসও
২৬ আগস্ট ২০২৫

জাতীয় দলে ফেরার অপেক্ষাটা আরও লম্বা হলো নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষণা করা ব্রাজিল দলে চোটের কারণে জায়গা পাননি এই তারকা ফরোয়ার্ড। এছাড়াও দলে নেই ভিনিসুস জুনিয়র ও রদ্রিগো।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটির জন্য সোমবার ২৫ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি।
২০২৩ সালের অক্টোবরে হাঁটুর চোটে পড়ার পর থেকেই ব্রাজিল দলের বাইরে আছেন নেইমার। চোট কাটিয়ে গত নভেম্বরে মাঠে ফিরলেও বিভিন্ন সময় ছোটখাট চোটের কারণে হলুদ জার্সিতে আর খেলা হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। গত মার্চে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও চোটের কারণে আবার বাদ পড়েন তিনি।
তবে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের শেষ দুটি ম্যাচে নেইমারকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে আবার দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু এবারও সে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে চোট। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গত বৃহস্পতিবার সান্তোসের হয়ে অনুশীলনের সময় চোট পান ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “গত সপ্তাহে নেইমারের একটি ছোট চোটে পড়েছে। এগুলো বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ এবং এগুলো বেশ কঠিন হবে। তাই আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা নিজেদের সেরা অবস্থানে রয়েছে, যেন সর্বোচ্চ পর্যায়ে আমরা ভালো পারফর্ম করতে পারি।”
ব্রাজিল কোচের এই কথাতে কিছুটা আভাস পাওয়া যায় ভিনিসুস ও রদ্রিগোর দলে না থাকার কারণ। ব্যস্ত মৌসুম ও ক্লাব বিশ্বকাপের ব্যস্ততার পর রিয়াল মাদ্রিদের হয়ে খুব বেশি বিশ্রাম পাননি এই দুই ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতিতে বাড়তি বিশ্রামের সুযোগ করে দিতেই হয়তো তাদেরকে দলে রাখেননি আনচেলত্তি। তবে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।
২০২৬ বিশ্বকাপের আগে নেইমারকে ফিরে পাওয়ার ব্যাপারে আগেই আশা প্রকাশ করা আনচেলত্তি জানান, ফিটনেসের বিষয়টি মাথায় রেখেই তাকে দলে রাখা হয়নি।
“আমাদের নেইমারের মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। তাকে আমাদের তার সেরা অবস্থানে লাগবে, যেন জাতীয় দলকে সে সাহায্য করতে পারে।”
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকেট পাওয়া ব্রাজিল আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে। এর পাঁচ দিন পর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আনচেলত্তির দলের প্রতিপক্ষ বলিভিয়া।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৭ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে একুয়েডর। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সৌজা
ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো রিবেইরো, আলেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিক, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তোভাও, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস হেনরিক, মাতেউস কুইয়া, রাফিনিয়া, রিশার্লিসন
মন্তব্য করুন: