সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২৯ আগস্ট ২০২৫

সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত ডোনাল্ড ব্র্যাডম্যানের একটি টেস্ট ক্যাপ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকায়) বিক্রি হয়েছে। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা এই ব্যাগি গ্রিন টুপিটি নিজেদের সংগ্রহে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর, যার অর্ধেক অর্থ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ব্র্যাডম্যান। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি - ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

এখন পর্যন্ত ব্র্যাডম্যানের মোট ১১টি টেস্ট ক্যাপের অস্তিত্ব আছে বলে জানা যায়। এর মধ্যে একটি আছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে। আর বাকি নয়টির অবস্থান ব্যক্তিগত সংগ্রহে।

ব্যাগি গ্রিনটি সংগ্রহের পর সংস্কৃতিমন্ত্রী টনিন বার্ক জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বস্তু এখন নিরাপদে থাকবে।

বিখ্যাত ডোনাল্ড ব্র্যাডম্যানকে চেনেন না এমন অস্ট্রেলিয়ান পাওয়া কঠিন। তর্কযোগ্যভাবে তিনি সর্বকালের সেরা ক্রিকেটার। এখন তার কিংবদন্তি ব্যাগি গ্রিন জাতীয় জাদুঘরে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে এটি দেখে আমাদের ক্রীড়া সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

মন্তব্য করুন: