পয়েন্ট খুঁইয়ে দলের রক্ষণাত্মক মনোভাবের সমালোচনায় ম্যান ইউ কোচ
২৫ আগস্ট ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে এগিয়ে থেকে নিজেদের প্রথম জয়ের পথে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। জয় হাতছাড়া হওয়ার পেছনে দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবল ভুলে গিয়ে রক্ষণাত্মক মানসিকতায় চলে যাওয়াকে দায়ী করেছেন কোচ রুবেন আমুরি।
রোববার ফুলহ্যামের মাঠে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। আত্মঘাতী গোল থেকে ম্যাচের ৫৮তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ৭৩তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
আর্সেনালের কাছে হেরে নতুন মৌসুম শুরু করা ইউনাইটেডের দুই ম্যাচ শেষে পয়েন্ট এখন ১।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের সমালোচনা করে বিবিসিকে আমুরি বলেন, “আমরা গোল করলাম, আর তারপর আমরা আমাদের খেলার ধরনটাই ভুলে গেলাম। আমরা এতো করে জিততে চাই যে, গোল করার পর সবাই শুধু ভেবেছিল কীভাবে লিড ধরে রাখা যায়।”
“আমার মতে, এই মুহূর্তেই আমাদের আরও উপভোগ করা উচিত ছিল এবং প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলা উচিত ছিল। আমরা প্রতিপক্ষকে বেশি প্রেস করতে গিয়ে খুব বেশি জায়গা ফাঁকা করে দিয়েছি। দল হিসেবে আমাদের আরও পরিণত হতে হবে।”
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় একটি সুযোগ আসে ইউনাইটেডের কাছে। ভিএআর পরীক্ষার পর পেনাল্টি পেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু স্পট কিক থেকে বলটি গোলপোস্টের ওপর দিয়ে মারেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। ২০২০ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর এটি ছিল পর্তুগিজ এই মিডফিল্ডারের পঞ্চম পেনাল্টি মিস।
ফের্নান্দেসের পেনাল্টি মিসের বিষয়ে স্কাই স্পোর্টসকে ইউনাইটেড কোচ বলেন, “সে পেনাল্টি মিস করার অভ্যস্ত নয়। সে জানে এই মুহূর্ত দলের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। সে ম্যাচে খুশি ছিল না কারণ খেলায় খুব একটা সম্পৃক্ত হতে পারেনি।”
শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে ইউনাইটেড। দলের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে এখন পর্যন্ত মাত্র ৭টিতে জয় আমুরির। তবে টানা ব্যর্থতার পরও ইতিবাচক থাকতে চান এই পর্তুগিজ কোচ।
“আমরা শুধু ম্যাচ জিততে চাই। খেলোয়াড়রা জানে তারা এমন এক ক্লাবে খেলছে যেখানে তাদের আরও ভালো হতে হবে। আমি আত্মবিশ্বাসী যে আমরা সামনে অনেক জয় পাবো।”
মন্তব্য করুন: