মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

৩১ জানুয়ারি ২০২৬

ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার নেপালের পোখরায় হ্যাটট্রিক করেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। এদের মধ্যে ৪টি গোল করেন মুনকি। দলের বাকি দুটি গোল করেন মামনি চাকমা ও অর্পিতা বিশ্বাস।

প্রথমার্ধে ৪ গোলের পর দ্বিতীয়ার্ধে ভুটানের জালে আরও ৮ গোল দেয় পিটার বাটলারের দল।

২৮তম মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করেন মামনি। বিরতির আগে পাঁচ মিনিটের ভেতর আরও তিনটি গোল করে বাংলাদেশ, যার দুটি আসে মুনকির এবং একটি আসে তৃষ্ণার পা থেকে।

বিরতির পর প্রথম দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। এরপর গোলউৎসবে যোগ দেন আলপি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলের শেষ গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মাঝে মুনকি দুটি ও অর্পিতা একটি গোল করেন।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টের বাকি দুই দল স্বাগতিক নেপাল ও ভারত। লিগ ভিত্তিক টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

এখন পর্যন্ত সাফে মেয়েদের বয়সভিত্তিক ছয়টি টুর্নামেন্টের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add