ব্যালন ডি’অর আমার প্রাপ্য ছিল: রাফিনিয়া
৩১ জানুয়ারি ২০২৬
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাফিনিয়া। কাতালান ক্লাবটিকে ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে তুলতেও বড় অবদান ছিল তার। কিন্তু ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত খেতাব ব্যালন ডি’অরের সেরা তিনেও জায়গা হয়নি এই ফরোয়ার্ডের। ব্রাজিলিয়ান এই তারকার দাবি, এই পুরস্কার তার ছিল।
গত সেপ্টেম্বরে রাফিনিয়ার বার্সেলোনা সতীর্থ লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর জেতেন পিএসজির উসমান দেম্বেলে। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করেও এই তালিকায় রাফিনিয়ার জায়গা হয়েছিল পাঁচ নম্বরে। ইয়ামাল ছিলেন দুইয়ে, ভিতিনিয়া তিনে ও মোহাম্মদ সালাহ চারে।
ক্রীড়া পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট সোফাস্কোরকে রাফিনিয়া জানান, ব্যালন ডি’অরের শীর্ষ তিনে নিজের নাম না দেখায় হতাশ হয়েছিলেন তিনি।
“আমি হতাশ হয়েছিলাম, কারণ অন্তত শীর্ষ তিনে থাকার আশা করেছিলাম। আমি জানতাম ব্যালন ডি’র জেতাটা কঠিন ছিল। কারণ এই পুরস্কারের জন্য চ্যাম্পিয়নস লিগ জয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থানে হতাশ ছিলাম। আমি তো নিজেকে প্রথম স্থানেই রাখতাম (ব্যালন ডি’র জয়ের লড়াইয়ে)।”
গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি ২৫টিতে সহায়তা করেছিলেন রাফিনিয়া। তার নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। ইউরোপ ক্লাব সেরার আসরে ১৪ ম্যাচে ১৩ গোল করেছিলেন রাফিনিয়া।
২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার মতে, ব্যালন ডি’অরের জন্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ওপর জোর দেওয়া উচিত নয়।
“আমার মতে, এরকম ব্যক্তিগত পুরস্কার স্রেফ একটি প্রতিযোগিতার ওপর ভিত্তি করে দেওয়া উচিত নয়। মৌসুমজুড়ে আমি যা করেছি, যে শিরোপাগুলো জিতেছি, যে রেকর্ডগুলো অর্জন করেছি, মাঠে যেভাবে নিজেকে মেলে ধরেছি, সবকিছুর জন্য আমার প্রথম স্থানে থাকা উচিত ছিল। আমার মতে, জয়টা আমার প্রাপ্য ছিল।”
“মৌসুমটি যেমন কেটেছে, আমি খুশি ও সন্তুষ্ট। মৌসুমজুড়ে যা করেছি, ব্যক্তিগত পুরস্কার না পাওয়ায় তা মুছে যেতে পারে না।”
গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ফরাসি ফরোয়ার্ড গোল করেন ৩৫টি। তবে রাফিনিয়ার মতে, চ্যাম্পিয়নস লিগ জয়ের কারণেই মূলত ব্যালন ডি’র জিতেছেন দেম্বেলে।
“আমার মতে, পুরো মৌসুম বিবেচনায় নিলে এটা (ব্যালন ডি’অর) আমারই প্রাপ্য ছিল। আমি লামিনেকে দুইয়ে ও পেদ্রিকে তিনে রাখব। দেম্বেলে থাকবে চারে। যেহেতু একটি টুর্নামেন্টকে ভিত্তি করেই পুরস্কারটি দেওয়া হয়, সেক্ষেত্রে এটা দেম্বেলেরই প্রাপ্য। কারণ সে দুর্দান্ত একটা মৌসুম উপহার দিয়েছে।”















মন্তব্য করুন: