লিভারপুলকে জিতিয়ে রেকর্ড এনগুমোয়ার

২৬ আগস্ট ২০২৫

লিভারপুলকে জিতিয়ে রেকর্ড এনগুমোয়ার

যোগ করা সময়ে বদলি হিসেবে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে রিও এনগুমোয়া যখন মাঠে নামেন তখন খেলা ছিল ২-২ গোলের সমতায়। এর মিনিট চারেক পর মোহাম্মদ সালাহর পাস থেকে বল জালে জড়িয়ে লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোমবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় লিভারপুল।

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়া নিউক্যাসল ১০ জনের দল নিয়ে ম্যাচে সমতায় ফেরে নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল কোচ যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাঠে নামান এনগুমোয়াকে। এরপর দশম মিনিটে বাঁকানো শটে বল জালে জড়িয়ে নাম তোলেন ইতিহাসের পাতায়।

প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে ১৬ বছর ৩৬১ দিন বয়সে গোল করেন এনগুমোয়া। সবমিলিয়ে প্রিমিয়ার লিগ যুগে চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনি।

এভারটনের হয়ে ১৬ বছর ২০৭ দিন বয়সে গোল করে প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড জেমস ভনের। তালিকার দুইয়ে থাকা জেমস মিলনার লিডস ইউনাইটেডের গোল করেছিলেন করেছিলেন ১৬ বছর ৩৫৬ দিন বয়সে। আর এভারটনের হয়ে ওয়েইন রুনি গোল করেছিলেন ১৬ বছর ৩৬০ দিন বয়সে।

এর আগে গত জানুয়ারিতে লিভারপুলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় এনগুমোয়ার। ১৬ বছর ১৩৫ দিন বয়সে এফএ কাপে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন তিনি। এরপর লিভারপুলের হয়ে আর মাঠে নামেননি তিনি।

এনগুমোয়ার ফুটবলে হাতেখড়ি হয় চেলসির একাডেমিতে। ২০১৬ সালে ৮ বছর বয়সে সেখানে যোগ দেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। তখন থেকেই তাকে নিজেদের করে নিতে বেশ কয়েকবার চেষ্টা চালায় লিভারপুল। শেষ পর্যন্ত তারা সফল হয় গত বছরের এপ্রিলে।

মন্তব্য করুন: