এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ে দলে ফিরছেন টেইলর

২৬ আগস্ট ২০২৫

এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ে দলে ফিরছেন টেইলর

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এবার সাদা বলের ক্রিকেটেও ফিরতে যাচ্ছেন ব্রেন্ডন টেইলর। তিন ম্যাচের সিরিজের জন্য অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

সোমবার ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন টেইলর। এর প্রায় চার মাস পর আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে তাকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২৫ জুলাই শেষ হয়েছে সেই সাজা।

অবসর ও নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। প্রত্যাবর্তনের ম্যাচে ডানহাতি এই ব্যাটার ৪৪ ও ৭ রান করেন।

ওয়ানডে দলে ৩৯ বছর বয়সী টেইলের ফেরাটা অনেকটাই অনুমিত ছিল। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাকে পেতে চায় জিম্বাবুয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে আবারও দেশের হয়ে মাঠে ফিরতে রাজি করান জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি।

আগামী ২৯ আগস্ট হারারেতে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচ ৩১ আগস্ট। ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর হারাতেই অনুষ্ঠিত হবে দুদলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

ওয়ানডেতে জিম্বাবুয়ে সবশেষ মাঠে নেমেছিল গত ফেব্রুয়ারিতে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর টেস্ট ও টি-টুয়েন্টিতে ব্যস্ত সময় কাটালেও পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম‍্যাচের দুটি টেস্ট সিরিজে হোয়াইওয়াশড হয়েছে বাজেভাবে। এই দুই দলকে নিয়ে খেলা ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের একটি ম্যাচেও জিততে পারেনি তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ওয়ানডে দল:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাডান্ডে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।

মন্তব্য করুন: