মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচের ভেন্যু

২২ আগস্ট ২০২৫

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচের ভেন্যু

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ভেন্যুর বদলে তালিকায় যুক্ত হয়েছে নাভি মুম্বাইয়ের নাম। ফলে বদলে গেছে প্রথমপর্বে বাংলাদেশের দুটি ম্যাচসহ আরও কয়েকটি ম্যাচের ভেন্যু।

শুক্রবার এক বিবৃতিতে ভেন্যু পরিবর্তনের কথা জানায় আইসিসি। তবে সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একটি সেমি-ফাইনালসহ অন্তত পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

প্রথমপর্বে আগামী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বেঙ্গালুরুতে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তিত সূচিতে এখন সেটি নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগের সূচিতে শ্রীলঙ্কায় বাংলাদেশের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে এখন সেখানে একটি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০ অক্টোবরের ম্যাচটি কলম্বোর বদলে এখন নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৭ অক্টোবর গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। জ্যোতির তাদের পরের তিনটি ম্যাচ খেলবে বিশাখাপত্তমে। এখানে ১০ অক্টোবর নিউ জিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

বদলে গেছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যুও। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার লড়াইটি বেঙ্গালুরুর বদলে গুয়াহাটিতে হবে। এছাড়া ১১ অক্টোবর শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ গুয়াহাটির বদলে হবে কলম্বোতে।

৩০ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও এখন সেটি হবে নাভি মুম্বাইয়ে। পাকিস্তান ফাইনালে উঠতে ব্যর্থ হলে শিরোপা লড়াইটিও হবে এই মাঠে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোতে।

শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, কর্ণাটক পুলিশের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয় উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন মারা যান। অগ্নি-নিরাপত্তা বিধিমালা না মানার কারণে গত মাসে স্টেডিয়ামটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাজ্যটির বিদ্যুৎ বিভাগ।

মন্তব্য করুন: