অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছেও হারল বাংলাদেশ ‘এ’
২৩ আগস্ট ২০২৫

টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের চলতি আসরে বিগ ব্যাশের দুটি একাডেমি দলের কাছে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে পাত্তাই পায়নি তারা। ৭ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল।
শনিবার ডারউইনে নিজেদের শেষ ম্যাচে আফিফ হোসেন ও ইয়াসির আলীর শেষের ঝড়ে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ম্যাকেঞ্জি হার্ভির সেঞ্চুরিতে ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছায় স্ট্রাইকার্স একাডেমি।
টুর্নামেন্টের সবশেষ আসরে আকবর আলীর নেতৃত্বে বিসিবির হাইপারফরম্যান্স টিম ফাইনালে খেলেছিল। সেবার স্ট্রাইকার্স একাডেমির কাছে শিরোপা হাতছাড়া করে তারা। এবারের আসরে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দল প্রথমপর্ব থেকেই বিদায় নিল।
১১ দলের এবারের আসরে ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। এর আগে পার্থ স্কর্চার্স একাডেমির কাছে ৫ উইকেটে হেরেছিল তারা। গত বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে ৩ উইকেটে হারে আফিফ-সোহানরা।
এদিন স্ট্রাইকার্স একাদশে ছিলেন কেবল একজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, ইতালির হয়ে ১৮ টি-টুয়েন্টি খেলা হ্যারি মানেন্তি।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন কেবল জিশান আলম। তরুণ এই ওপেনার ফেরেন ৩৮ বলে ৫০ রান করা। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় ফিফটি।
নাঈম শেখ ফেরেন ১৭ বলে ১৫ রান করে। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফ হাসান ১৯ বলে ১৫ এবং অধিনায়ক সোহান ৮ বলে ৬ রান করেন।
শেষ ২৯ বলে আফিফ-ইয়াসিরের ঝড়ো ৭০ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। আফিফ ৪৯ ও ইয়াসির ২৫ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ১২৩ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় স্ট্রাইকার্স একাডেমি। এই জুটি ভাঙার পর এক ওভারে দুই উইকেট তুলে নেন সাইফ। এছাড়া বল হাতে বলার মতো আর কিছুই করতে পারেনি বাংলাদেশ। মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ১৯তম ওভারের প্রথম বলে চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করে দলকে জেতান হার্ভি।
মন্তব্য করুন: