দ্রুততম মানব ইমরানুর, মেয়েদের সেরা সুমাইয়া
২২ আগস্ট ২০২৫

সামার অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানবের মুকুট পুনরূদ্ধার করেছেন ইমরানুর রহমান। এই স্প্রিন্টারের মতো মেয়েদের ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান।
শুক্রবার জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের ১৭তম আসরের প্রথম দিন ১০ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দৌড়ানো ইমরানুর। ১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব।
গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে ইমরানুরের অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব পাওয়া ইসমাইল হোসেন ১০ দশমিক ৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে হন তৃতীয়।
চোটের কারণে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই অ্যাথলেট ২০২২ সালে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়ে রেকর্ড গড়ে সোনা জেতেন। ঘরোয়া প্রতিযোগিতায় এই নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার দেশসেরা হলেন তিনি।
অন্যদিকে ১২ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন সুমাইয়া। জাতীয় অ্যাথলেটিক্সে তাকে হারিয়ে দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তার দ্বিতীয় হয়েছেন ১২ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে। তৃতীয় হওয়া শরিফা খাতুন সময় নেন ১২ দশমিক ৪১ সেকেন্ড। তিনজনই নৌবাহিনীর অ্যাথলেট।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ মিটারে সেরা হয়েছিলেন সুমাইয়া।
মন্তব্য করুন: