মাদুশঙ্কার শেষ ওভারের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

২৯ আগস্ট ২০২৫

মাদুশঙ্কার শেষ ওভারের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১০ রান, হাতে ছিল ৫ উইকেট। স্ট্রাইকে ছিলেন সেঞ্চুরির পথে থাকা সিকান্দার রাজা। কিন্তু ওভারের প্রথম বলে অভিজ্ঞ এই ব্যাটারের মিডল স্টাম্প উপড়ে সমীকরণ বদলে দিতে শুরু করেন দিলশান মাদুশঙ্কা। পরের দুই বলে আরও দুই উইকেট তুলে নিয়ে বাঁহাতি এই পেসার পূর্ণ করলেন হ্যাটট্রিক। শেষ তিন বলে আর নাটকীয় কিছু না হওয়ায় ৭ রানের রোমাঞ্চকর জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা।

শুক্রবার হারারেতে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৮ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে ৮ উইকেটে ২৯১ রানে থামে জিম্বাবুয়ে।

সফরকারীদের জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া মাদুশঙ্কা ৬২ রানে নেন ৪ উইকেট। অন্যদিকে জিম্বাবুয়েকে দুর্দান্ত জয় এনে দেওয়ার পথে রাখা রাজা ফেরেন ৮৭ বলে ৯২ রান করে।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি থামে ৯ রানে। দ্বিতীয় উইকেটে পাতুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ৩৮ রান করা কুশল ফিরলে ভাঙে এই জুটি। নিসাঙ্কা ফেরেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করে। সাদিরা সামারাবিক্রমা (৩৫) ও অধিনায়ক চারিত আসালাঙ্কা (৬) পরপর দুই বলে সাজঘরের পথ দেখলে চাপে পড়ে সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিস ও জানিত লিয়ানাগের জুটিতে তিনশর কাছাকাছি যায় তারা।

শেষ ১০ ওভারে এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ১১৩ রান তোলে লঙ্কানরা। ইনিংসের শেষ বলে ৫৭ রান করা কামিন্দু আউট হলে শেষ হয় ৮৩ বলে ১৩৭ রানের জুটিটি। ৭০ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই সাজঘরের পথ দেখেন দুই ব্যাটার। প্রায় চার বছর পর ওয়ানডে খেলতে নামা ব্রেন্ডন টেইলর ফেরেন শূন্য রানে।

তৃতীয় উইকেটে ওপেনার বেন কারেন ও সিরিজে দলের অধিনায়ক শেন উইলিয়ামসের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় স্বাগতিকরা। দু’জনই তুলে নেন ফিফটি। ৫৭ রান করা উইলিয়ামসের বিদায়ে ভাঙে ১১৮ রানের জুটিটি। এর খানিকবাদে বিদায় নেন ৭০ রান করা কারেন। দ্রুত ফেরেন ওয়েসলি মাধেভেরেও (৮)।

৩০ ওভার শেষে ১৬১ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরতে টনি মুয়োঙ্গাকে নিয়ে জুটি বাঁধেন রাজা। তাদের দুর্দান্ত নৈপুণ্যে জয়ের দ্বারপ্রান্তে ছিল স্বাগতিকরা। কিন্তু মাদুশঙ্কার করা শেষ ওভারের প্রথম বলে রাজা সাজঘরে ফিরলে ভাঙে ১২৮ রানের জুটিটি। হ্যাট্রিক পূরণের পর শেষ তিন বলে ২ রান দেন মাদুশঙ্কা।

রোববার একই মাঠে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: