শুরুর আগেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলে আরভিন

২৯ আগস্ট ২০২৫

শুরুর আগেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলে আরভিন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে জিম্বাবুয়ে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস।

শুক্রবার হারারেতে শুরু হয়েছে সিরিজের প্রথম ম্যাচ। এর আগের দিন বৃহস্পতিবার অনুশীলনের সময় বাঁ পায়ের কাফ মাসলে চোট পান আরভিন।

জিম্বাবুয়ে দলের অন্যতম অভিজ্ঞ সদস্য ৪০ বছর বয়সী আরভিনকে সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে।

১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১২৮ ওয়ানডেতে প্রায় ৩৪ গড়ে ৩ হাজার ৬০০ রান করেছেন আরভিন। বাঁহাতি এই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি।

আরভিন এমন সময় দল থেকে ছিটকে গেলেন যখন চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ে দলের গত দশকের অন্যতম সেরা এই ব্যাটারকে দুর্নীতির দায়ে সাড়ে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। তার চার মাস আগে ২০২১ সালের সেপ্টেম্বরে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ওয়ানডেতে ১১ সেঞ্চুরি হাঁকানো টেইলর।

মন্তব্য করুন: