বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে ফিরলেন শানাকা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে ফিরলেন শানাকা

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা দলে সাবেক অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়েছে শ্রীলঙ্কা। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার ইশান মালিঙ্গা।

সোমবার ১৭ সদস্যের ঘোষণা করা দলে দলে ফিরেছেন দুই অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে ও চামিকা করুনারত্নে।

প্রায় এক বছর পর টি-টুয়েন্টি দলে জায়গা পেলেন শানাকা। জাতীয় দলের হয়ে সবশেষ গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন এই অলরাউন্ডার। অন্যদিকে দেশের হয়ে ২০২৩ সালের এপ্রিলে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন পেস-অলরাউন্ডার করুনারত্নে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএলে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া মালিঙ্গা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন। ২০২২ সালে ঘরোয়া টি-টুয়েন্টি খেলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৭ ইনিংসে স্রেফ একবার উইকেটশূন্য ছিলেন তিনি।

গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের মাটিতে শেষ হওয়া সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, চামিন্দু বিক্রমাসিংহে ও আসিথা ফার্নান্দো। সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা।

ওই সিরিজে দলের বাইরে থাকা ভেল্লালাগের টি-টুয়েন্টিতে অভিষেক হয় গত বছর অক্টোবরে। ২২ বছর বয়সী এই স্পিন-অলরাউন্ডারের এখন পর্যন্ত চারটি টি-টুয়েন্টি খেলেছেন।

আগামী বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েটি দল:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো।

মন্তব্য করুন: