১৫ উইকেট পতনের দিন শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

১৪ জুলাই ২০২৫

১৫ উইকেট পতনের দিন শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

পেসারদের নৈপুণ্যে দেড়শ রানের আগেই ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যারিবিয়ান পেস তোপে খুব একটা স্বস্তিতে নেই তারাও। কিন্তু এরপরও ১৫ উইকেটের পতনের দিনে সুবিধাজনক অবস্থানে আছে প্যাট কামিন্সের দলই। দ্বিতীয় দিনের খেলা শেষে উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়ে আছে সফরকারীরা।

রোববার জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন ১৪৩ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উইকেটে ৯৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ৪২ কামিন্স রান নিয়ে ক্রিজে আছেন।

উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানদের ইনিংসে প্রথম আঘাত হানেন জশ হ্যাজেলউড। ব্র্যান্ডন কিংকে (১৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার। এরপর উইকেট শিকারে যোগ দেন কামিন্স স্কট বোল্যান্ডও। অজি পেসারদের তোপে জন ক্যাম্পবেল (৩৬) শাই হোপ (২৩) ছাড়া আর কোনো স্বাগতিক ব্যাটারই বিশের ঘর স্পর্শ করতে পারেনি।

৫৩তম ওভারের প্রথম বলে শামার জোসেফকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন বোল্যান্ড। ন্যাথান লায়নের জায়গায় একাদশে আসা এই পেসারের শিকার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স হ্যাজেলউড।

ফ্লাডলাইটের আলোর নিচে শামার আলজারি জোসেফের আগুন ঝরানো বোলিংয়ে ৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা একদমই ভালো হয়নি। দ্বিতীয় ওভারে সিরিজজুড়ে ব্যর্থ স্যাম কনস্ট্যাসকে () তুলে নেন শামার। আরেক ওপেনার উসমান খাজাকে (১৪) বোল্ড করেন ডানহাতি এই ফাস্ট বোলার।

ক্রিজে এসে ব্যক্তিগত রানে জীবন পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন স্টিভেন স্মিথ। আলজারির বলে বোল্ড হয়ে ফেরেন রান করে। ট্র্যাভিস হেড (১৬) বোউ ওয়েবস্টারও (১৩) বেশিক্ষণ টিকতে পারেননি। দারুণ ছন্দে থাকা অ্যালেক্স ক্যারিকে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান আলজারি। দিনের বাকিটা সময় কামিন্সকে নিয়ে সাবধানে পার করেন গ্রিন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ৩০ রান যোগ করেছেন।

মন্তব্য করুন: