বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে ফারুক আহমেদ।
(ক্রীড়া) উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, কিন্তু বলেছেন তারা চায় না আমি কাজ চালিয়ে যাই। কিন্তু আমি পদত্যাগ করব না, কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি ▷ ২৯ মে ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অনেক কিছুই সম্ভব ▷ আমার বিশ্বাস ছিল, কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে।… এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল, আর কেউ খেলুক না খেলুক, মাহেদী খেলবে ▷ হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷
মন্তব্য করুন: