বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার রান পাহাড়

৩১ মার্চ ২০২৪

বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার রান পাহাড়

চট্টগ্রাম টেস্টে ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া এবং নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। ছয় ব্যাটারের ফিফটিতে প্রথম ইনিংসে সফরকারীরা তুলেছে ৫৩১ রান।

আগের দিনের উইকেটে ৩১৪ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দিনেশ চান্দিমাল ধনঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রামের মেঘাচ্ছন্ন আবহাওয়াতেও লঙ্কানদের তেমন কোনো চাপে ফেলতে পারেননি স্বাগতিক পেসাররা। উল্টো বোলারদের সামলে চান্দিমাল ধনঞ্জয়া নিজেদের অর্ধ-শতক তুলে নেন। তবে মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। চান্দিমালকে (৫৯) কট বিহাইন্ড করে পঞ্চম উইকেটে ৮৬ রানের এই জুটি ভাঙেন দেশসেরা অল-রাউন্ডার।

মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই ধনঞ্জয়াকে ফেরান খালেদ আহমেদ। আগের ম্যাচে জোড়া শতক হাঁকানো লঙ্কান অধিনায়ককে ৭০ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার। একই স্পেলে প্রভাত জয়সুরিয়ারও উইকেট পেতে পারতেন খালেদ। কিন্তু স্লিপে থাকা তিন ফিল্ডারের হাস্যকর মিসে তা আর হয়নি।

এই ক্যাচ মিসের বড় মাশুল দিতে হয় বাংলাদেশকে। জয়সুরিয়াকে নিয়ে অষ্টম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ সাড়ে চারশ পার করেন কামিন্দু মেন্ডিস। মধ্যাহ্ন বিরতির পর নিজের প্রথম ওভার করতে এসে জয়সুরিয়াকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব।

এরপর টেলএন্ডারের বাকি ব্যাটারদের নিয়ে দলের সংগ্রহ আরও বড় করতে থাকেন সিলেট টেস্টে জোড়া শতক হাঁকানো কামিন্দু। বাঁহাতি এই ব্যাটার এই ইনিংসেও সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু শেষ ব্যাটার আসিথা ফার্নান্দো রান-আউট হলে ৯২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। আর শেষ তিন ব্যাটারকে নিয়ে দলের খাতায় যোগ করেন ৫৫ রান।

বাংলাদেশের হয়ে ১১০ রানে উইকেট নেন সাকিব। অভিষিক্ত হাসান মাহমুদের শিকার উইকেট। একটি করে উইকেট নেন খালেদ ১৪৬ রান দেওয়া মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন: