ইন্টারকে হারিয়ে শেষ আটে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সে

ইন্টারকে হারিয়ে শেষ আটে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সে

চমক দেখিয়ে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে।

 নর্থ ক্যারোলাইনার শার্লোটে বাংলাদেশ সময় সোমবার রাতে আর্জেন্টাইন স্ট্রাইকার হেরমান কানো ম্যাচের তৃতীয় মিনিটে হেডে ব্রাজিলিয়ান জায়ান্টদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় হারকিউলেস চমৎকার বাঁকানো শটে জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় গোলটি হওয়ার আগে ইন্টারের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস গোল পরিশোধের একাধিক সুযোগ পান, যার একটিতে বল পোস্টে লেগে ফিরে আসে। সতীর্থ ফেদেরিকো দিমারকোও দুটি ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন।

 ৭৪,৮৬৭ আসনের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলা হলেও মাত্র ২০,০৩০ দর্শক উপস্থিত ছিল।

ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল ফ্লুমিনেন্সে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে হারানো আল-হিলালের মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন: