ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবার বিশ্রামে নজর ম্যান সিটি কোচের
১ জুলাই ২০২৫

অঘটনের জন্ম দিয়ে আল-হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা ফুটবলের ধকল কাটাতে নতুন মৌসুম শুরুর আগে শিষ্যদের মানসিক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ ষোলোর ম্যাচে আল-হিলালের কাছে ৪-৩ গোলে হারে সিটি।
কোয়ার্টার-ফাইনালের আগেই বাদ পড়ায় কিছুটা হতাশ গুয়ার্দিওলা বলেন “সামনের দিকে যেতে পারলে ভালো লাগত। এই টুর্নামেন্টে চার বছরে একবারই সুযোগ মেলে। আমাদের মনে হচ্ছিল দল ভালো করছে। কিন্তু এখন বাড়ি যাচ্ছি। এখন সময় হলো বিশ্রাম নেওয়ার, নতুন মৌসুমের জন্য মানসিকভাবে নতুন প্রস্তুত হতে।”
“দলের আবহ দুর্দান্ত ছিল। আমি ম্যানচেস্টার সিটি এবং বিশেষ করে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। তারা যেভাবে অনুশীলন করেছে এবং খেলেছে। এই পর্যায়ে জয়-পরাজয়ের ব্যবধান খুবই সামান্য।"
তবে আল-হিলালের বিপক্ষে দলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না বলে জানান সিটি কোচ, বিশেষ করে প্রথমার্ধে। সিটি একের পর এক সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অতিরিক্ত সময়ে মার্কোস লিওনার্দোর ১১২তম মিনিটের জয়সূচক গোলে শেষ আটে পা রাখে আল-হিলাল।
“শেষ পর্যন্ত আমাদের গোল করতে হতো এবং সুযোগগুলো কাজে লাগাতে হতো। প্রথমার্ধে তারা খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। আমরাই সুযোগ তৈরি করেছিলাম কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। তখনও মনে হচ্ছিল আমরা জিততে পারি। আমরা তাদের পরিবর্তনে সুযোগ দিয়েছি। তবে আমরাও অনেক সুযোগ তৈরি করেছি।”
মন্তব্য করুন: