ইউভেন্তুসের বিপক্ষে নামার আগে রিয়ালে স্বস্তি

ইউভেন্তুসের বিপক্ষে নামার আগে রিয়ালে স্বস্তি

ইউভেন্তুসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দলে ফেরার জন্য প্রস্তুত আছেন অসুস্থতা থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ছাড়াও চোট কাটিয়ে মাঠে নামতে পারেন দুই ডিফেন্ডার দানি কারভাহাল ও এদের মিলিতাও।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউভেন্তুসের মুখোমুখি হবে রিয়াল। অসুস্থতাজনিত কারণে স্প্যানিশ জায়েন্টদের গ্রুপ পর্বের তিন ম্যাচে মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে।

ইতালিয়ান দলটির বিপক্ষে এমবাপ্পের খেলার প্রসঙ্গে সোমবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ শাবি আলোনসো বলেন, “এটার অনেক বড় সম্ভাবনা আছে।

অন্যদিকে দীর্ঘ চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন কারভাহাল ও মিলিতাও। চোটের কারণে গত মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন এই দুই ডিফেন্ডার।

দানি আর মিলিতাও দীর্ঘদিন পর ফিরেছে। এটা শুধু তাদের জন্য নয়, গোটা দলের জন্যই বড় সুবিধা। এখন সবাই নিজেদের কাছাকাছি অনুভব করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে প্রত্যেকেরই বড় ভূমিকা আছে- সেটা শুরুর একাদশে হোক কিংবা বেঞ্চে।

দলের কৌশলগত লক্ষ্য আলোনসো বলেন, “আমরা চাই এমন একটা দল, যারা মাঠে একসঙ্গে কাজ করবে। বল থাকুক বা না থাকুক, ১১ জনই সম্পূর্ণভাবে নিবেদিত থাকবে। আমাদের এই সম্মিলিত শক্তিই আলাদা করে উজ্জ্বল করে তুলবে ভিনিসুস, এমবাপ্পে, রদ্রিগো আর বেলিংহ্যামের মতো খেলোয়াড়দের।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও মনতেরেইয়ের মধ্যে জয়ী দলের সঙ্গে। আটালান্টায় এই দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়।

মন্তব্য করুন: