টেস্টে আগ্রাসী রোহিতকে দেখতে চান না গাভাস্কার
২৫ ডিসেম্বর ২০২৩
মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। এই সিরিজের আগে অধিনায়ক রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে মুখ খুললেন দেশটির কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। টেস্টে রোহিতের খেলার ধরণ পরিবর্তন করা উচিত বলে মনে করেন তিনি।
রোহিত শর্মা আগ্রাসী ব্যাটার হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিত। গত মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও দেখা গেছে তার ব্যাটিং তাণ্ডব। তবে টেস্ট ম্যাচের ক্ষেত্রে রোহিতকে এই আগ্রাসী মানসিকতা পরিহার করার ব্যাপারে ভাবা উচিত বলে মনে করেন গাভাস্কার।
স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, “প্রথমত, টেস্ট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মানসিক অবস্থা তৈরি করাটা চ্যালেঞ্জের। সে ওয়ানডে সংস্করণে প্রথম ১০ ওভারে দ্রুত রান তোলার জন্য আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু টেস্ট ক্রিকেটে তার এই খেলার ধরণ পুরোপুরি পরিবর্তন করতে হবে। তাকে সারাদিন ব্যাটিং করার ব্যাপারে ভাবতে হবে। এতে সে ১৮০ বা ১৯০ রানে অপরাজিত থেকে দিন শেষ করতে পারবে। দিনশেষে ভারতও তিনশতাধিক রানের সংগ্রহ পাবে।”
গাভাস্কারের মতে ভারত দলে প্রোটিয়াদের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ব্যাটার আছে, “তারা অভিজ্ঞ ব্যাটার, যারা সব জায়গায় খেলে এসেছে। তাই আমি আশা করব টেস্ট দুটিতে তারা অনেক রান করবে।”
এর কারণ হিসেবে ভারতীয় ব্যাটারদের প্রতিভার পাশাপাশি প্রোটিয়াদের আক্রমণের ধার কমে যাওয়ার ব্যাপারটাকেও দেখছেন গাভাস্কার। আনরিখ নরকিয়া আসন্ন টেস্ট দুটিতে খেলতে পারবেন না। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তাদের অনুপস্থিতিতে স্বাগতিকদের ভুগতে হবে বলে মনে করেন গাভাস্কার।
“নরকিয়া না থাকায় এবং রাবাদা-লুঙ্গি এনগিডির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগ অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। …তাই আমি মনে করি ব্যাটাররা বড় ইনিংস খেলবে এবং দলকে বড় এনে দেবে।”
মন্তব্য করুন: