ডিআরএস নিয়ে অভিযোগের সমাধান দিলেন মাইকেল ভন
হক-আইয়ের ওই ব্যক্তি যদি ক্যামেরার সামনে থাকেন, তবে সব ফিসফাস বন্ধ হয়ে যাবে। X ২৬ ফেব্রুয়ারি ২০২৪ মাইকেল ভন ডিআরএস মন্তব্য করুন: আরো পড়ুন হাসান অনেক ভালো সমর্থন দিয়েছে, তানজিমও অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাইও। আমি অবশ্যই এই তিনজনকে ধন্যবাদ দিতে চাই ▷ সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল ▷ আজকের ম্যাচ নিয়ে যদি জিজ্ঞেস করেন পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালে ওই আউটেই পুরো খেলা নষ্ট হয়েছে ▷ আমার মনে হয় যে, আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল। এই জন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে জিনিসটা এরকম না ▷
মন্তব্য করুন: