সুরেশ রায়না
শুধু বেঙ্গালুরুর কথা বলছি না, আরও কয়েকটা দল আছে যারা আইপিএল জেতেনি। চেন্নাই পার্টি করেনি, তাই পাঁচবার আইপিএল জিতেছে। ২১ এপ্রিল ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আজ সকালে ঘুম থেকে উঠার পর আমি নিজেকে বলেছিলাম, আমি ম্যাচের ভাগ্য বদলাবো। আমি গুগল থেকে ‘বিলিভ’ লেখা একটা ছবি ডাউনলোড করে আমার ফোনের ওয়ালপেপারে রেখেছিলাম ▷ আমি আর রুট যদি উইকেটে থাকতাম, ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। দুর্ভাগ্যবশত, সেটা হলো না। এখন মনে হচ্ছে, ওই শটটা না খেললেই হতো ▷ ড্রে রাসের (আন্দ্রে রাসেল) এই ব্যাটটি আমি প্রায় এক বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আজকে মনে হলো, এই ব্যাট ব্যবহারের সেরা সময় এখনই ▷ অভিনন্দন জো রুট। তালিকায় এখন দ্বিতীয়। সামনে কেবল একজনই (টেন্ডুলকার)।… গত চার-পাঁচ বছরে তার ক্যারিয়ার যেভাবে এগিয়েছে, এটিও না পারার একদমই কোনো কারণ নেই ▷
মন্তব্য করুন: