আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানিয়ে মিচেল স্টার্ক।
আগামী দিনে ভারতের সফর, অ্যাশেজ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সতেজ, ফিট এবং সেরা থাকতে এটাই (অবসর) সবচেয়ে ভালো উপায় মনে করছি ▷ ২ সেপ্টেম্বর ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। বর্তমানে আমাদের লক্ষ্যও হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। তাই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ ▷ আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছক্কা মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।… আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে ▷ যে খেলাটা আমি ভালোবাসি এটা শুধু তাতে ফেরাই নয়, এটা আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম ও পরিবারের প্রতিনিধিত্ব করতে পারার বড় সম্মানও ▷ যেভাবে আমি আগেও বিশ্বকাপ নিয়ে বলেছিলাম, আমি আরেকটা খেলব বলে মনে করি না। আমার বয়সের কারণে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমি আর পারব না ▷
মন্তব্য করুন: