বাছাইপর্বে গোলের রেকর্ডে রোনালদো, অঁরিকে পেছনে ফেললেন এমবাপ্পে

১০ সেপ্টেম্বর ২০২৫

বাছাইপর্বে গোলের রেকর্ডে রোনালদো, অঁরিকে পেছনে ফেললেন এমবাপ্পে

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলে হাঙ্গেরিকে হারিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল। অন্যদিকে ফ্রান্সকে জিতিয়ে দেশটির হয়ে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।

মঙ্গলবার বুদাপেস্টে ‘এ গ্রুপের ম্যাচে স্বাগতিক হাঙ্গেরিকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। রোনালদো ছাড়া দলের হয়ে বাকি গোল দুটি করেন বের্নার্দো সিলভা ও জোয়াও কানসেলো।

গত জুনে নেশনস লিগ জেতা পর্তুগাল আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও প্রথম গোলের দেখা পায় হাঙ্গেরি। ২১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বার্নাবাস ভার্গা। ৩৬তম মিনিটে দলকে সমতায় ফেরান সিলভা।

৫৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। বাছাইপর্বে পাঁচবারের ব্যালন ডি অরজয়ী এই মহাতারকার গোলসংখ্যা এখন ৩৯টি। আর জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে পেলেন গোলের দেখা।

আর এতেই বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে থাকা গুয়াতেমালার কার্লোস রুইসকে স্পর্শ করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা এখন রেকর্ড ১৪১টি।

৮৪তম মিনিটে হাঙ্গেরিকে সমতায় ফেরান ভার্গা। এর দুই মিনিট পর পর্তুগালকে এগিয়ে দেন কানসেলো।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল।

আগের ম্যাচে জাতীয় দলের হয়ে অঁরির ৫১ গোলকে স্পর্শ করা এমবাপ্পে এবার তাকে ছাড়িয়ে গেলেনএকই রাতে প্যারিসে ‘ডি গ্রুপের ম্যাচে ১০ জনের দল নিয়ে আইসল্যান্ডকে ২-১ গোলে হারায় ফ্রান্স। ২১তম মিনিটে গোল হজমের পর এমবাপ্পে ও ব্র্যাডলি বার্কোলার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি।

৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। এই গোলে ফরাসি কিংবদন্তি অঁরিকে (৫১) ছাড়িয়ে দেশটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থান নিজের করে নেন এই ফরোয়ার্ড। ৯২ ম্যাচে এমবাপ্পের গোল ৫২টি। ৫৭ গোল নিয়ে সবার আছেন অলিভিয়ের জিরু।

৬২তম মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে দলকে এগিয়েন বার্কোলা। এর মিনিট ছয়েক পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চুয়ামেনি। ৮৮তম মিনিটে বল জালে জড়ান আইসল্যান্ডের প্রথম গোল করা আন্দ্রি ক্রুইয়োনসেন। কিন্তু ভিএআর মনিটর দেখে অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি।

টানা দ্বিতীয় জয়ে ‘ডি গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।

বাছাইপর্বে ‘কে গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে মূলপর্বের আরও কাছে পৌঁছেছে ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে একপেশে ম‍্যাচে একটি করে গোল করেছেন হ‍্যারি কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস র‍্যাশফোর্ড।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।

মন্তব্য করুন: