হার দিয়ে বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা

১০ সেপ্টেম্বর ২০২৫

হার দিয়ে বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষটা সুখকর হলো না ব্রাজিল আর্জেন্টিনার। কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রেখেছে বলিভিয়া। অন্যদিকে লিওনেল মেসিহীন ম্যাচে একুয়েডরের মাঠে হেরে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়ার মাঠে - গোলে হারে ব্রাজিল। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে খেলার সুযোগ পেল বলিভিয়া। ১৮ ম্যাচে ২০ পয়েন্টে তালিকার সাত নম্বরে আছে তারা।

সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ১৫০ মিটার উঁচুতে অবস্থিত এল আলতোয় বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও আক্রমণের দিক দিয়ে বেশ এগিয়ে ছিল স্বাগতিকরা। ৪২ শতাংশ সময় বল দখলে রাখা বলিভিয়া গোলের জন্য শট নেয় ২৩টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে ১০টি শটের মধ্যে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে সেলেসাওরা।

শুরু থেকেই বলিভিয়ার আক্রমণে বিপর্যস্ত ব্রাজিলের রক্ষণভাগকে গোল হজম করতে দেননি গোলরক্ষক আলিসন। ৪০তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্য রাখতে পারে ব্রাজিল। লুইস হেনরিকের শট সহজেই ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় বলিভিয়া। মিগেল তেসেরোসের বাঁ দিকে নেওয়া শটে ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও তা ফেরাতে পারেননি আলিসন। দ্বিতীয়ার্ধে দলকে আরও গোল খাওয়া থেকে বাঁচান লিভারপুলের এই গোলকিপার।

২৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে থেকে বাছাইপর্ব শেষ করল ব্রাজিল।

বাছাইপর্বে একুয়েডরের সঙ্গে কোনো ম্যাচেই জিততে পারেনি ব্রাজিলবাংলাদেশ সময় একই দিন সকালে শেষ হওয়া অন্য ম্যাচে একুয়েডরের মাঠে - গোলে হারে আর্জেন্টিনা। দুই লাল কার্ডের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন এনের ভালেন্সিয়া।

গত বছর জুলাইয়ে বাছাইপর্বের প্রথম দেখায় আর্জেন্টিনা - গোলে রুখে দিয়েছিল একুয়েডর। এবার লিওনেল স্কালোনির দলকে বাছাইপর্বের চতুর্থ হারের স্বাদ দিল তারা।

দলের সবচেয়ে বড় তারকা মেসিকে ছাড়া খেলতে আসা আর্জেন্টিনাকে আক্রমণে বেশ ভুগতে দেখা যায়। ৫৮ শতাংশ সময় বল দখলে রাখা আলবিসেলেস্তেরা গোলের জন্য আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। অন্যদিকে ১১ শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখে একুয়েডর।

৩১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়া ভালেন্সিয়াকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা স্বাগতিকরাও ১০ জনের দলে পরিণত হয় দ্রুত। ৫০তম মিনিটে নিকোলাস গনসালেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার মোইসেস কাইসেদো। তবে এরপরও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল স্কালোনির দল। ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে একুয়েডর। তিন চার নম্বরে থাকা কলম্বিয়া উরুগুয়ের পয়েন্ট সমান ২৮। ব্রাজিলের পরে ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়েরও পয়েন্ট ২৮।

মন্তব্য করুন: