চোট কাটিয়ে অনুশীলনে স্টোকস

৯ সেপ্টেম্বর ২০২৫

চোট কাটিয়ে অনুশীলনে স্টোকস

অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে স্বস্তির খবর পেয়েছে ইংল্যান্ড। কাঁধের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এছাড়া চোট কাটিয়ে আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন ফাস্ট বোলার মার্ক উড।

গত জুলাই ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে চোট পাওয়ার কারণে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারেননি স্টোকস।

বিবিসি রেডিও ৫ লাইভকে কাউন্টি দল ডারহ্যামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল জানান, ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার নেটে ব্যাটিং শুরু করেছেন। ফলে আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে তার খেলার বিষয়ে কোনো সংশয় নেই।

গত সপ্তাহে সে (স্টোকস) ব্যাট করা শুরু করেছে এবং দারুণ একটি সেশন কাটিয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে সবকিছু খুব ভালো চলছে। তবে বোলিংয়ে আরও বেশি সময় লাগবে। তাকে খুব সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে।"

ঘরের মাঠে ২০১৫ সালে সবশেষ অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপরের চারটি সিরিজের মধ্যে দুটিতে জেতে অস্ট্রেলিয়া, বাকি দুটি হয় ড্র। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ২০১০-১১ অ্যাশেজ জিতেছিল ইংলিশরা। এরপর দেশটিতে আর কোনো ম্যাচই জিততে পারেনি তারা।

সব মিলিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করতে হলে স্টোকসকে অবশ্যই অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সবকটিতে খেলতে হবে বলে মত দেন ক্যাম্পবেল।

সে এত ভালো কারণ সে আপনার ব্যাটিং লাইনআপ গভীর করে এবং তৃতীয় বা চতুর্থ পেসার হিসেবেও সত্যিকারের শক্তি হিসেবে কাজ করে। সে অনেক ওভার করবে এবং আপনাকে উইকেট এনে দিতে পারবে।

এদিকে গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুর চোটে পড়ার পর থেকে কোনো ম্যাচ খেলেননি উড। হাঁটুর অস্ত্রোপচারের পর ডানহাতি এই ফাস্ট বোলার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানান ক্যাম্পবেল।

আমি প্রার্থনা করছি যাতে উড আমাদের হয়ে আগামী সপ্তাহে খেলে। এটা হলে শুধু ডারহ্যামের জন্যই নয়, ইংল্যান্ডের জন্যও দারুণ হবে। সে খেলার খুব কাছাকাছি চলে এসেছে।

মন্তব্য করুন: