প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টুয়েন্টিতে তাইজুল

১০ সেপ্টেম্বর ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টুয়েন্টিতে তাইজুল

বাংলাদেশ টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য তাইজুল ইসলাম সাদা বলে খেলার সুযোগ পান না বললেই চলে। তবে বাঁহাতি এই স্পিনারই এবার চমক দেখিয়েছেন এসএ টুয়েন্টিতে। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।

মঙ্গলবার এসএ টুয়েন্টির চতুর্থ আসরকে সামনে রেখে অনুষ্ঠিত নিলামে তাইজুলকে ৫ লাখ র‌্যান্ড (প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন ডলার) দিয়ে দলে নেয় ডারবান সুপার জায়েন্টস। এবারই প্রথম দেশের বাইরে কোনো লিগে দল পেলেন ৩৩ বছর বয়সী তাইজুল।

মূল নিলাম পর্ব শেষে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার ভিত্তিতে ‘এক্সপ্রেস’ পর্বে নাম ওঠে তাইজুলের। সেখান থেকেই তাকে দলে নেয় ডারবান।

এসএ টুয়েন্টির এবারের নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট ১৪ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। নিলামে মুস্তাফিজুর রহমানের নাম উঠলেও তিনি অবিক্রিত থেকে যান। অন্যদিকে সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, শেখ মাহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কেবল দুটি টি-টুয়েন্টি খেলেছেন তাইজুল। বিপিএলে ৭৯ ম্যাচে তার শিকার ৬১ উইকেট। আর সব মিলিয়ে এই ফরম্যাটে খেলেছেন ১০৫ ম্যাচ, উইকেট পেয়েছেন ৮৮টি।

তবে এসএ টুয়েন্টিতে তাইজুল খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টের এবারের আসর। সেই সময়টায় বিপিএলও হতে পারে। সেক্ষেত্রে দুই লিগের একটি বেছে নিতে হবে তাইজুলকে।

এদিন নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে ১ কোটি র‌্যান্ড দাম ওঠে এইডেন মারক্রামকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটারকে রেকর্ড ১ কোটি ৪০ লাখ র‌্যান্ডে (প্রায় ৮ লাখ মার্কিন ডলার) দলে নেয় ডারবান।

তবে অল্প কিছুক্ষণের মধ্যেই এসএ টুয়েন্টির সর্বোচ্চ পারিশ্রমিকের এই রেকর্ড ভেঙে দেন ডেওয়াল্ড ব্রেভিস। তুমুল প্রতিভাবান এই ব্যাটারকে ১ কোটি ৬৫ লাখ র‌্যান্ডে (প্রায় সাড়ে ৯ লাখ মার্কিন ডলার) দলে নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস।  

মন্তব্য করুন: