এশিয়া কাপে বাংলাদেশের ২ আম্পায়ার

৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের ২ আম্পায়ার

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ পরিচালনার জন্য ঘোষণা করা আম্পায়ারদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এদের মধ্যে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর।

সোমবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর আম্পায়ারদের তালিকা প্রকাশ করে এসিসি। তালিকায় আইসিসির এলিট প্যানেলের কোনো আম্পায়ার নেই। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দুজন করে আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

গ্রুপপর্বের ১২টি ম্যাচের রেফারি হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফটকে।

মঙ্গলবার আবু ধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-টুয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ। একই ভেন্যুতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার।

এশিয়া কাপে এর আগেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ পরিচালনা করেছিলেন মাসুদুর। ২০২২ এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর দুটিতেই ভারত-পাকিস্তানের ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৬৪টি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোট ৫৫ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সোহেল।

মন্তব্য করুন: