...ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোধির মানকাডিং আউট নিয়ে বলেন তামিম ইকবাল
এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ডের মতো আউট। ওই সময়ে হয়তো অধিনায়ক চিন্তা করেছে আমরা এভাবে আউট নেব না। এজন্য আমরা তাকে ফিরিয়ে এনেছি ▷ ২৪ সেপ্টেম্বর ২০২৩ মন্তব্য করুন: আরো পড়ুন হাসান অনেক ভালো সমর্থন দিয়েছে, তানজিমও অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাইও। আমি অবশ্যই এই তিনজনকে ধন্যবাদ দিতে চাই ▷ সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল ▷ আজকের ম্যাচ নিয়ে যদি জিজ্ঞেস করেন পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালে ওই আউটেই পুরো খেলা নষ্ট হয়েছে ▷ আমার মনে হয় যে, আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল। এই জন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে জিনিসটা এরকম না ▷
মন্তব্য করুন: