পাকিস্তান সফরের আগে শারজাতে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ
২ মে ২০২৫

চলতি মাসে পাাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে সিরিজটির সূচি ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দু’দলের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে আগামী ১৭ মে, দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরব আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ। সব মিলিয়ে দেশটির বিপক্ষে এই ফরম্যাটে মোট তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। জয় পেয়েছে সবকটিতেই। সবশেষ ২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নুরুল হাসান সোহানের নেতৃত্বে দেশটির বিপক্ষে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ খেলছিল বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আগে সিরিজটিকে প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইসিবি।
এই সিরিজ খেলে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। দেশটিতে ২১ মে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে লিটন-মুস্তাফিজরা, যা ফয়সালাবাদে শুরু হবে ২৫ মে। ৩ জুন লাহোরে সিরিজটি শেষ হবে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: