ব্রাজিল কোচ হওয়ার গুঞ্জনের মাঝে চাকরি হারালেন আল-হিলাল কোচ
৩ মে ২০২৫

কার্লো আনচেলত্তি ছাড়াও ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার আলোচনায় ছিলেন আল-হিলালের কোচ জর্জ হেসুস। গুঞ্জন ছিল, ব্রাজিলের কোচ হতে সৌদি ক্লাবটির দায়িত্ব ছাড়বেন তিনি। কিন্তু এর আগেই তাকে সরিয়ে দিয়েছে আল-হিলাল।
শুক্রবার হেসুসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় সৌদি প্রো লিগের ক্লাবটি।
হেসুসের অধীনে কয়েকদিন আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের সেমি-ফাইনালে মিশররের ক্লাব আল আহলির কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আল-হিলাল। লিগে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে আল-হিলাল। ব্রাজিলের দায়িত্ব নিতে এই টুর্নামেন্ট শুরুর আগে দলটির দায়িত্ব ছাড়ার গুঞ্জন ছিল হেসুসের।
গত মার্চে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচের সন্ধানে আছে ব্রাজিল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ইতালিয়ান এই কোচ দায়িত্ব নিতে না পারলে এই দায়িত্ব দেওয়া হতে পারে হেসুসকে। আগামী ২৬ মে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণার আগে নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
মন্তব্য করুন: